ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কল্যাণপুর উদ্ধার খন্ডিত লাশের দুই পা একদিন পর মিলল সূত্রাপুরে

প্রকাশিত: ০৭:৪২, ১৭ ডিসেম্বর ২০১৭

কল্যাণপুর উদ্ধার খন্ডিত লাশের দুই পা একদিন পর মিলল সূত্রাপুরে

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার সূত্রাপুরে এক ব্যক্তির কোমর ও হাঁটু থেকে খণ্ডিত দুই পা উদ্ধার করা হয়েছে, যা আগের দিন কল্যাণপুরে উদ্ধার করা হাত-পা ও মাথাবিহীন লাশের অংশের সঙ্গে মিল রয়েছে বলে পুলিশ ধারণা করছে। সূত্রাপুর থানার পুলিশ জানায়, শনিবার সকালে লালকুঠি সাইকেল মাঠের কাছে রাস্তার পাশ থেকে কোমর থেকে হাঁটু ও হাঁটু থেকে দুই পা উদ্ধার করা হয়। যার একটি অংশ স্যুটকেস ও আরেকটি প্লাস্টিকের বড় বস্তায় মোড়ানো ছিল। পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ছোট একটি স্যুটকেসে কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি অংশ ছিল। আর বড় প্লাস্টিকের বস্তায় হাঁটু থেকে নিচের অংশটি অর্থাৎ দুই পা ছিল। তিনি জানান, সকাল ৭টার দিকে এক পথচারী রাস্তার পাশে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তা পাশাপাশি পড়ে থাকতে দেখেন। পরে তিনি কৌতূহলবশত স্যুটকেসটি খুলে মানব দেহের অংশ দেখেই চিৎকার করে ওঠেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন জানান, উদ্ধার করা দেহের অংশ দু’টি দেখে মনে হয়েছে নিহত ব্যক্তির বয়স ৩৬ থেকে ৩৭ বছর হবে। পরে ওই খন্ডিত দুই অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আমরা খোঁজ নিয়ে দেখেছি শুক্রবার সকালে কল্যাণপুরে যে ব্যক্তির শুধু দেহটি উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বয়সের সঙ্গে আমাদের এখানে উদ্ধার করা দেহের অংশগুলোর বয়স মিলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই জায়গায় উদ্ধার করা দেহের অংশ একই ব্যক্তির।
×