ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলোবৃক্ষের আলো

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৭

আলোবৃক্ষের আলো

অক্সিজেন, খাবারের, আসবাবপত্রের জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! ভাবছেন কিভাবে? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে চলেছে। এই বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাড়িতে কম আলোর প্রয়োজনীয়তা হোক বা স্ট্রিট লাইট, শোভা বর্ধনের পাশাপাশি চাহিদাও পূরণ করবে এই গাছ। কাজ করবে ডেস্ক ল্যাম্পের মতোও। এমআইটির অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজমের মাধ্যমে আলো দেবে এই গাছ। একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ।
×