ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের ছুটিতে চেম্বার আদালত ও বেঞ্চ গঠন

প্রকাশিত: ০৫:১৯, ১৭ ডিসেম্বর ২০১৭

সুপ্রীমকোর্টের ছুটিতে চেম্বার আদালত ও বেঞ্চ গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্ট প্রায় ১৭ দিনের অবকাশকালীন ছুটিতে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ১২টি বেঞ্চ গঠন করা হয়েছে। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রীমকোর্টে অবকাশ চলবে। সুপ্রীমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম ও সহকারী রেজিস্ট্রার সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন। আপীল বিভাগের জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ২১ ও ১৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। এছাড়া হাইকোর্ট বিভাগে ১৭, ১৮, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পর্যন্ত বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি সেলিম দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। ১৮, ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন একই বিষয়ে ১৭, ১৮, ১৯, ২৭ ও ২৮ ডিসেম্বর শুনানি গ্রহণ করবেন। ২৪, ২৬, ২৭, ২৮ ও ৩১ ডিসেম্বর দেওয়ানি বিষয়ে বিচারপতি এএনএম বসির উল্লাহ এককবেঞ্চে শুনানি গ্রহণ করবেন। ২৪, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি একক বেঞ্চে ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী। বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ২৪, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি একক বেঞ্চে ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। ১৭, ১৮, ২৪, ২৭ ও ২৮ ডিসেম্বর পর্যন্ত বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি কেএম কামরুল কাদের রিট বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী একই বিষয়ে ১৯, ২০, ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর শুনানি গ্রহণ করবেন। দেওয়ানি বিষয়ে ১৭, ২০, ২১, ২৬ ও ২৮ ডিসেম্বর বিচারপতি জেবিএম হাসান একক বেঞ্চে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি মোঃ ইকবাল কবির ১৭, ১৮, ১৯, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। ফৌজদারি বিষয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ১৭, ১৮, ১৯ ও ২৬ ডিসেম্বর শুনানি গ্রহণ করবেন। বিচারপতি একে এম সাহিদুল হক একক বেঞ্চে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৪, ২৬, ২৭, ২৮ ও ৩১ ডিসেম্বর দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। ১৫ ডিসেম্বর সরকারী ছুটিসহ অবকাশ শুরু হয়ে শেষ ১ জানুয়ারি ২০১৮।
×