ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখ্যান করবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৮, ১৭ ডিসেম্বর ২০১৭

মানুষ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখ্যান করবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ধানম-ির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর মহান বিজয়ের মাস ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন রুখে দিবে, তেমনি জঙ্গীবাদের পৃষ্ঠপোষকদেরও প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আর বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসরদের পরাজিত করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। বিজয়ের মাস থেকেই আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনই বড় চ্যালেঞ্জ ॥ এদিকে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তবে বিজয়কে পুরোপুরি সংহত করা যায়নি। এখনও এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি আগামী নির্বাচন বিজয়ের মাসে অনুষ্ঠিত হবে। আমি মনে করি, জাতি সাম্প্রদায়িক শক্তি ও তাদের দোসর এবং জঙ্গীবাদী কর্মকা-ে জড়িত এবং পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে।
×