ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একাদশ জয়ী

বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবসে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ। শহীদ ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী জুয়েল এবং শহীদ ক্রীড়া সংগঠন মুস্তাক আহমেদের স্মরণে আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। শনিবার সম্প্রীতির এ লড়াইয়ে মুস্তাক একাদশকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে জুয়েল একাদশ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় সংগ্রহ গড়ে শহীদ জুয়েল একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে আটকে যায় শহীদ মুস্তাক একাদশ। জুয়েল একাদশের পক্ষে বড় সংগ্রহ এনে দেয়ার পেছনে হান্নান সরকারের ৮২ রানের অপরাজিত ইনিংস কার্যকর ভূমিকা রাখে। জাভেদ ওমর বেলিম খেলেন ৭১ রানের হার না মানা ইনিংস। মুস্তাক একাদশের হয়ে একটি করে উইকেট নেন সাইফুল ইসলাম, হাসিবুল হোসেন ও জামাল উদ্দিন। ১৭৩ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি মুস্তাক একাদশ। আকরাম খান ও হারুনুর রশীদরা রান পেলেও টি২০ ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারেননি। আকরাম ৩৪ এবং হারুনুর করেন ৩১ রান। মোহাম্মদ রফিকের ব্যাট থেকে আসে ১৯ রান। জুয়েল একাদশের হয়ে আমিনুল ইসলাম তিনটি এবং জাভেদ ওমর দুটি ও তালহা জুবায়ের নেন একটি উইকেট। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হন ক্রীড়া সংগঠক মুস্তাক আহমেদ। অন্যদিকে পূর্ব বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান জুয়েল পাকবাহিনীর কাছে বন্দী থাকা অবস্থায় প্রাণ হারান। এই দুই শহীদের স্মরণে প্রতি বছর বিজয় দিবসে সাবেক ক্রিকেটাররা প্রীতি ম্যাচ খেলেন এবং আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
×