ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্ট

স্মিথের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ ডিসেম্বর ২০১৭

স্মিথের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক স্টিভেন স্মিথের একাধিক রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির সৌজন্যে পার্থ টেস্টের তৃতীয়দিন ছিল অস্ট্রেলিয়ার দাপট। ইংল্যান্ডের ৪০৩/১০-এর জবাবে ৪ উইকেটে ৫৪৯ রান তুলে প্রথম ইনিংসে ১৪৬ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা। স্মিথ ২২৯ ও সঙ্গী মিচেল মার্শ ১৮১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। পাঁচ টেস্টের ঐতিহ্যের এ্যাশেজের প্রথম দুটি জিতে ২-০তে এগিয়ে অসিরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে বিখ্যাত ওয়াকা গ্রাউন্ড। এ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের পথে সেটিকে রাঙিয়ে তোলার দারুণ এক মঞ্চটা প্রায় তৈরিই করে ফেলেছেন অসি-সেনাপতি। টানা চার পঞ্জিকাবর্ষে হাজারের ওপরে রান, এ সময়ে ২০টি সেঞ্চুরিসহ আরও বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন হালের অন্যতম সফল ব্যাটসম্যান। স্মৃতিতে সাজিয়ে রাখার মতো দিনটিতে স্মিথ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, মিচেল মার্শ আবার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাদের অবিচ্ছিন্ন ৩০১ রানের জুটির ওপর ভর দিয়ে অস্ট্রেলিয়ার স্কোরে জমা করেছে ৪ উইকেটে ৫৪৯ রান। সারাদিনে অস্ট্রেলিয়ার হারানো একমাত্র উইকেটটি শন মার্শের। দিনের প্রথমদিকে ২৮ রান করে তিনি আউট হন মঈন আলীর বলে। এরপর ইংল্যান্ডের সাত বোলার মিলে চেষ্টা চালিয়ে গেছেন আরেকটি উইকেটের জন্য। কিন্তু স্মিথ মিচেল মার্শের দাপটে সে সুযোগ কোথায়। পার্থে তারা নেমেছিলেন যেন ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয়ার শপথ নিয়ে। ফর্মে থাকা স্মিথ ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন তার সর্বোচ্চ ইনিংস। মাত্র ৫৯ টেস্টেই স্মিথের ২২ সেঞ্চুরি। তবে ১৩৮ বলের এই সেঞ্চুরি তার ক্যারিয়ারের দ্রুততম। আর চা-বিরতির একটু আগে মার্শ পৌঁছে যান তার কাক্সিক্ষত ঠিকানায়। ১৩০ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আগের ২১ টেস্টে তার ফিফটি ছিল মাত্র দুটি, সর্বোচ্চ ৮৭। দলে আসা-যাওয়ার পালা হয়ে গেছে কয়েকবার। এবার শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফর্মেন্স আবার এই টেস্ট দিয়ে সুযোগ পেয়েছেন দলে। সেটি কাজে লাগালেন দারুণভাবে। সেঞ্চুরির পর তার বাঁধনহারা উদযাপনেও ছিল সেই উচ্ছ্বাস। গ্যালারিতে থাকা বাবা সাবেক ক্রিকেট তারকা জেফ মার্শসহ পরিবার-পরিজনও ভাসলেন আনন্দে। আগের টেস্টে সেঞ্চুরি করেছিলেন শন মার্শ, এবার তার ছোট ভাই। অধিনায়ক স্মিথ যেন ব্যাটিংকে নিয়ে যান ধ্যানের পর্যায়ে। ইংলিশদের যন্ত্রণা তাই চলতেই থাকে। ৩০১ বলে স্মিথ ছুঁয়ে ফেলেন তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষেই করা ২১৫ রানকে পেরিয়ে যান দিনের শেষ দিকে। দিন শেষে ৩৯০ বলে ২৮ চার ও ১ ছক্কায় ২২৯ রানে অপরাজিত স্মিথ। ২৩৪ বলে ২৯ চারে ১৮১ রানে অপরাজিত মার্শ। স্কোর কার্ড ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০৩/১০ (১১৫.১ ওভার; কুক ৭, স্টোনম্যান ৫৬, ভিন্স ২৫, রুট ২০, মালান ১৪০, বেয়ারস্টো ১১৯, মঈন ০, ওকস ৮, ওভারটন ২, ব্রড ১২; স্টার্ক ৪/৯১, হ্যাজলউড ৩/৯২, কামিন্স ২/৮৪, লিয়ন ১/৭৩)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৪৯/৪ (১৫২ ওভার; ব্যানক্রফট ২৫, ওয়ার্নার ২২, খাজা ৫০, স্মিথ ২২৯*, শন মার্শ ২৮, মিচেল মার্শ ১৮১*; এ্যান্ডারসন ০/৮৫, ব্রড ০/১১২, ওকস ১/১০৮, ওভারটন ২/১০২, মঈন ১/১০৪, রুট ০/১৩, মালান ০/১৩)। ** তৃতীয়দিন শেষে
×