ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টি১০ ক্রিকেট

তামিমের বিধ্বংসী ব্যাটিং

প্রকাশিত: ০৪:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৭

তামিমের বিধ্বংসী ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো আরব আমিরাতের শারজায় আয়োজিত টি১০ ক্রিকেট লীগে দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। তার ২৭ বলে অপরাজিত ৫৬ রানের সুবাদে পাখতুনস ২৭ রানে হারিয়ে দেয় টিম শ্রীলঙ্কাকে। অভিনব এ ক্রিকেট ফরমেটে এটিই ছিল বাংলাদেশী ওপেনার তামিমের প্রথম ম্যাচ। এ জয়ের ফলে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই প্লে-অফে জায়গা করে নেয় পাখতুনস। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ চলার সময় উইকেট নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোকজ করেছিল তামিমকে। সেটার শুনানিতে উপস্থিত হওয়ার কারণে যথাসময়ে টি১০ লীগে অংশ নিতে পারেননি তামিম ইকবাল। তার দল পাখতুনসের হয়ে বৃহস্পতিবার প্রথম ম্যাচে মারাঠা এ্যারাবিয়ান্সের বিরুদ্ধে নামা হয়নি। তবে সেই ম্যাচে মারাঠাদের ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল পাখতুনস। সেদিন সন্ধ্যায় ঢাকা থেকে আরব আমিরাতে রওনা হয়েছেন তামিম। পরদিনই তিনি একাদশে জায়গা করে নেন। তার ওপর আস্থার প্রমাণও দিয়েছেন প্রথম সুযোগে। আহমেদ শেহজাদের সঙ্গে উদ্বোধনী জুটিতেই তিনি ২৯ রান যোগ করেন। যদিও শেহজাদ ছিলেন অনেক বেশি আক্রমণাত্মক। তিনি ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন। তবে এ পাক ওপেনার সাজঘরে ফেরার পর তা-ব শুরু করেন তামিম। আর কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেননি। কিন্তু তামিমকে থামাতে পারেনি টিম শ্রীলঙ্কার বোলাররা। সঙ্গীরা সেভাবে থিতু হতে না পারলে দলের ইনিংসকে তামিম সমৃদ্ধ করেছেন একাই। ২৫ বলে অর্ধশতক পূরণ করেন তিনি ইনিংসের একেবারে শেষ ওভারে। শেষ পর্যন্ত ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রানে। তার এমন ব্যাটিংয়ের সুবাদেই শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রানের বড় সংগ্রহ পায় পাখতুনস। জবাবে খেলতে নেমে ছোট এই পরিসরের খেলাতে সেভাবে দাঁড়াতেই পারেনি টিম শ্রীলঙ্কা। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে তারা ৮৪ রান তুলতে সক্ষম হয়। পাখতুনসের পক্ষে ১ ওভারে ৬ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লিয়াম ডসন। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেয়ায় ম্যাচসেরা হন তামিম ইকবাল।
×