ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩

প্রকাশিত: ০৪:২৮, ১৭ ডিসেম্বর ২০১৭

পেকুয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, কলেজছাত্রীসহ ৩ জন আহত হয়েছে। শনিবার সকালে পেকুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের এক গ্রুপের নেতা এইচএম শওকতকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সকালে বিজয় মেলার র‌্যালি করতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর সাধারণ সম্পাদক এহেতেসামুল হক ও শওকতের নেতৃত্বে আরেকটি পক্ষ পেকুয়া বাজারে অবস্থান নেয়। এ সময় দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপপরিদর্শক বিপুল চন্দ্র রায় ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই সময় শওকত গ্রুপের হামলায় তিনিসহ দুই কলেজছাত্রী আহত হয়। উপপরিদর্শককে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগ সভাপতি কপিল উদ্দিন জানান, শওকত ছাত্রলীগের কেউ নয়। বিজয় দিবস র‌্যালির নাম করে নাশকতার চেষ্টা করছিল। আমরা ছাত্রলীগের নেতৃত্বে তা প্রতিহত করতে গেলে তার নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক আমাদের ওপর হামলা চালায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা চালায়। দুই কলেজছাত্রী বাজার দিয়ে চলে যাওয়ার সময় তারাও আহত হয়েছে। শওকত পক্ষের এক অনুসারী বলেন, সকালে তারা বিজয় র‌্যালির আয়োজন করছিল। বিশাল বহর নিয়ে বিজয় র‌্যালি শুরু করার পর্যায়ে কপিল ও এহেতেসামুলের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। ওই সময় তাদের হামলায় পুলিশ সদস্যসহ তাদের ৩ অনুসারী আহত হয়। কক্সবাজারে যুবকের পায়ুপথে দুই হাজার ইয়াবা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদর হাসপাতালে বিশেষ প্রক্রিয়ায় জসিম উদ্দিন নামে এক যুবকের পায়ুপথ দিয়ে বের করে আনা হয়েছে দুই হাজার পিস ইয়াবা। শনিবার সকালে ইয়াবাগুলো বের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে। ধৃত যুবক টেকনাফের হোয়াইক্ষ্যং আমতলীর বাসিন্দা। বিমানবন্দর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন তাকে আটক করে।
×