ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও ভারতে পর্যটকদের মধ্যে বাংলাদেশীরাই শীর্ষে

প্রকাশিত: ০৪:০৬, ১৭ ডিসেম্বর ২০১৭

আবারও ভারতে পর্যটকদের মধ্যে বাংলাদেশীরাই শীর্ষে

স্টাফ রিপোর্টার ॥ আবারও ভারতে বিদেশী পর্যটকদের মধ্যে বাংলাদেশীরাই শীর্ষে রয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের মাসিক রেকর্ডকৃত তথ্য অনুযায়ী নবেম্বর মাসে ভারতে ভ্রমণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় ছিলেন বাংলাদেশী পর্যটকরা। প্রতি ১০০ জন পর্যটকের মাঝে ১৬.৭৭ জন থাকেন বাংলাদেশী। তারা সবচেয়ে বেশি ব্যবহার করেন দিল্লী বিমানবন্দর (২৯.৭৬%)। বাংলাদেশের সঙ্গে ভারতের নির্মাণাধীন সড়ক, নদী ও রেলপথের প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পর্যটকের এই সংখ্যা অন্তত দ্বিগুণ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ আশীষ রায় চৌধুরী। তিনি বলেছেন, এ সংখ্যা বাড়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। যেমন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দেশটি ভ্রমণের জন্য এক কথায় অপূর্ব। নিজের দেশ ভ্রমণের পর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাই প্রথম পছন্দ হিসেবে সব বাংলাদেশীই ভারতে যাওয়ার কথা ভাবেন। পাহাড় পর্বত, তুষারপাত, মরুভূমি, ফুলেল ভ্যালি, ছবির মতো স্থির স্ফটিকস্বচ্ছ জলের লেক, নীল সমুদ্র কি নেই এই দেশটিতে! একারণে একবার নয়, বারবারই পর্যটকরা ভারত গমন করেন। এদিকে চলতি বছরে ভারত পর্যটক গমন আরও বাড়ানো এবং ভারত-বাংলাদেশ সৌহার্দের বিষয়টি মাথায় রেখে ভিসা সংক্রান্ত জটিলতা অনেক শিথিল করেছে। ই-টোকেন ছাড়া ভিসা করা, অগ্রিম যাতায়াত মাধ্যমের টিকিট না করেও ভিসা পাওয়াসহ আরও অনেক সুবিধা বাংলাদেশী পর্যটকদের মনের আশা পূরণে সহায়ক হয়। তারই ফলাফল দেখা যাচ্ছে বছরের শেষে, অসংখ্য ভারত গমনকারীর মাঝে বাংলাদেশই শীর্ষে। শুধু ভ্রমণ নয়, বাংলাদেশ থেকে একটি বড় সংখ্যার মানুষ ভারত যান চিকিৎসার প্রয়োজনে। শিক্ষা গ্রহণের জন্য ভারত গমনকারী বাংলাদেশীর সংখ্যা নেহায়েত কম নয়। আবার ব্যবসায়িক কাজেও বাংলাদেশীরা এই দেশটির প্রতি দিন দিন যথেষ্ট আগ্রহী হয়ে ওঠছেন। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশীদের এই অধিক পরিমাণে ভারত গমন তাদের দেশীয় অর্থনীতির জন্য যেমন সহায়ক তেমনি বাংলাদেশের জন্যও ইতিবাচক। কারণ ভ্রমণ মূলত দুই দেশের বাণিজ্যই বৃদ্ধি করে এবং নিজের দেশকেও ভিন্ন দেশের কাছে আরও বেশি তুলে ধরে। তাই ভারত-বাংলাদেশ যাতায়াত আরও সুগম করতে রেলপথ তৈরি, নতুন বাস ও ট্রেন নামানোসহ অনেক পরিকল্পনাই প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বর্তমানে যেই হারে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক যাচ্ছে-তা দ্বিগুণ হয়ে যাবে।
×