ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ হলো ইফা’র ১৫ দিনব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ডিসেম্বর ২০১৭

শেষ হলো ইফা’র ১৫ দিনব্যাপী অনুষ্ঠান

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) ১৪৩৯ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুক্রবার ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘খাতামুন্নাবীয়্যিন (সা)’ শিরোনামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের বোর্ড অব গবর্নর্সের গবর্নর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ মোজাহারুল মান্নান। মাহফিলে ওয়াজ করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ ও ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকীহ মুফতি মাহমুদুল হাসান। মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। উল্লেখ্য, ১ ডিসেম্বর বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। Ñবিজ্ঞপ্তি
×