ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজস্ব সঙ্কটে সৌদি আরব তেলের দাম বাড়াচ্ছে

প্রকাশিত: ০৩:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৭

রাজস্ব সঙ্কটে সৌদি আরব তেলের দাম বাড়াচ্ছে

রাজস্ব সঙ্কটের কারণে এবার জ্বালানি তেলের দাম বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বর্ধিত মূল্য আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও জেট ফুয়েলের দাম বাড়াবে সৌদি আরব। জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস এবং অর্থনীতি শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরবে পেট্রোলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ানো হবে। পাশাপাশি জেট ফুয়েলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক দামের সমপরিমাণ করা হবে। অন্য ধরনের জ্বালানি এবং বিদ্যুতের শুল্কও বাড়ানো হবে আগামীতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাসের কারণে কয়েক বছর ধরেই রাজস্ব সঙ্কটসহ অর্থনৈতিক মন্দা চলছে সৌদি আরবে। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোন সরকারী মন্তব্য জানা যায়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×