ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় এবার ওএমএসের চাল বিক্রি বন্ধ

প্রকাশিত: ০৩:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় এবার ওএমএসের চাল বিক্রি বন্ধ

নওগাঁয় ওএমএসের আটা বিক্রি বন্ধের পর এবার চাল বিক্রিও বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে ডিলারদের মাঝে চাল সরবরাহ বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার ওএমএসের দোকানে চাল নিতে আসা ভোক্তারা হতাশ হয়ে ফিরে যায়। সরকারের খোলা বাজারে এই চাল বিক্রি বন্ধ করে দেয়ায় কিছু সুবিধাবাদী ব্যবসায়ী চালের খুচরা বাজারে অস্থিরতার সৃষ্টি করেছে। ফলে দরিদ্র মানুষ বাজারে চাল কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, সরকারী সিদ্ধান্তে ওএমএসের চাল বিক্রি বন্ধ করা হয়েছে। কিছুদিন পরে হলেও আগামীতে ওএমএসের আটা বিক্রি শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন তিনি। সূত্র জানায়, নওগাঁয় খাদ্য বিভাগের নিয়োগকৃত ১৪ ডিলারের মাধ্যমে প্রতিদিন ৫ মে.টন করে ওএমএমের চাল বিক্রি করা হতো। প্রতি কেজি চাল বিক্রি করা হয় ৩০ টাকায়। গত ঈদের আগে ওএমএসের আটা বিক্রি বন্ধ করে দেয়া হয়। -নিজস্ব সংবাদদাতা, নওগাঁ
×