ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাম বৃদ্ধি পাওয়ায় কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে

মাগুরায় ধানের বাজারে তেজীভাব

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ ডিসেম্বর ২০১৭

মাগুরায় ধানের বাজারে তেজীভাব

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় ধানের বাজারে তেজীভাব বিরাজ করছে। ধানের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে। ফলে ধান বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে। বর্তমানে জেলায় পুরাদমে ধান কাটা ও মাড়াই চলছে। জানা গেছে, জেলার ৪টি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার হাটে বাজারে ব্যাপকভাবে নতুন ধান উঠতে শুরু করেছে। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষক ধান বিক্রি করে লাভবান হচ্ছে। বর্তমানে প্রতিমণ (৪০ কেজি) নতুন আমন ধান ৯৫০ টাকা থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত মৌসুমে এই দাম ছিল ৭শ’ টাকা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে জেলার ৪টি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় ৪২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। ধানের ভাল ফলন হয়েছে। বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। পুরাদমে কাটা ও মাড়াই চলছে। কৃষকরা জানান, বর্তমানে প্রতিমণ (৪০ কেজি) নতুন আমন ধান ৯৫০ টাকা থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ধান বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে।
×