ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারী পাটকলগুলোর কাছে পাট ব্যবসায়ীদের ১৭০ কোটি টাকা পাওনা

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ ডিসেম্বর ২০১৭

সরকারী পাটকলগুলোর কাছে পাট ব্যবসায়ীদের ১৭০ কোটি টাকা পাওনা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ দেশের সরকারী ৩৪ পাটকলের কাছে বেসরকারী পাট ব্যবসায়ীদের পাওনা ১৭০ কোটি টাকা রয়েছে। অবিলম্বে তাদের পাওনাদি পরিশোধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া অবস্থিত বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন মিলনায়তনে দেশের পাট রফতানিকারক ও ব্যবসায়ীদের এক সভায় বক্তারা এ দাবি জানান। জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জুট এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভুইয়া প্রমুখ। সভায় বক্তারা, সরকারের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালে পাট রফতানি বন্ধ থাকার কারণে পাটের আন্তর্জাতিক বাজার সঙ্কুচিত হয়ে পড়েছে। তারপর থেকে সরকারী ব্যাংকগুলো পাট ব্যবসায়ীদের আগের মতো ঋণ দিয়ে সহযোগিতা করছে না। এজন্য তিনি পাট রফতানিকারকদের ব্যাংক ঋণ পুনঃতফসিলের নির্দেশনা প্রদান করার জন্য সরকারের কাছে দাবি জানান। ব্যাংকগুলো সহয়তা না করায় পাট রফতানি কমে যাচ্ছে। ফলে দেশের পাটের বাজারে এর প্রভাব পড়ছে। দর কমে যাচ্ছে। এতে করে পাট ব্যবসায় ধস নেমেছে।
×