ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ১০ দিনব্যাপী বিজয় মেলা

প্রকাশিত: ০৩:২৯, ১৭ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে ১০ দিনব্যাপী বিজয় মেলা

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের ৪৬তম বছরে প্রতি বছরের মতো এবারও টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১০ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। ‘সুন্দরে স্বাধীনতা জাগো’ স্লোগান নিয়ে গতকাল ১৬ ডিসেম্বর মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। টঙ্গী পাইলট স্কুল এ্যান্ড গার্লস কলেজ মাঠে গতকাল বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী মেলা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেলর মেয়র আসাদুর রহমান কিরন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, টঙ্গী পাইলট স্কুল এ্যান্ড গার্লস কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন। মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হচ্ছে নাটক, আবৃত্তি, সঙ্গীত, বাউলগান, নৃত্য। জোটভুক্ত সংগঠনসমূহ-বিবর্তন সংস্কৃতিক চর্চা কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, উন্মুক্ত থিয়েটার, নাট্যভূমি, দিগন্ত থিয়েটার, ¯্রােতধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন রঙ্গভূমি ময়মনসিংহ, ক্ষনিকা খেলাঘর আসর, গাজীপুর, রঙ্গপীঠ নাট্যদল, ঢাকা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, উত্তরা ও ঢাকা, বিবেকানন্দ থিয়েটার, ঢাকা, মুক্তমঞ্চ নির্বাকদল, ঢাকা, সুরের ভুবন, ঢাকা মৌলিক নাট্যদল, নটরাজ, গাজীপুর, কণ্ঠশীলন, ঢাকা, মেঠোপথ থিয়েটার, ঢাকা, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা, চন্দ্রবিন্দু থিয়েটার, গাজীপুর, লাকসাম নাট্যজংশন, কুমিল্লা, থিয়েটার ভুবন, উত্তরা, আনন্দধারা প্রমুখ সাংস্কৃতিক দল সাংস্কৃতিক পরিবেশন করবে।
×