ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৩:২৮, ১৭ ডিসেম্বর ২০১৭

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক বৈষম্য ও অধিকারের বিষয়ে তরুণদের সচেতন করতে ‘আমার সিদ্ধান্ত আমার অধিকার’ এই স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাক জেমস পি-গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি। সম্প্রতি জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশের নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলিনেয়ার, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা রোকেয়া প্রাচী, ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন। প্রতিযোগিতায় ১৬ থেকে ৩০ বছর বয়সের বাংলাদেশীরা অংশ নেন। ১ নবেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশ থেকে ১০৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে যার ব্যাপ্তিকাল ছিল সর্বোচ্চ ১০ মিনিট। প্রাথমিক বাছাইয়ে ২১টি চলচ্চিত্র মনোনীত হয়। এরপর বিচারকদের বিভিন্ন যাচাই-বাছাই ও মূল্যবান মতামতের ভিত্তিতে ৩ জনকে চূড়ান্ত বিজয়ী এবং ৭ জনকে অন্যতম সেরা হিসেবে বিবেচিত করা হয়। বিচারক হিসেবে চলচ্চিত্রগুলো মূল্যায়ন করেন ড. গীতিয়ারা নাসরিন, ড. জাকির হোসেন রাজু ও ড. শিরিন হক। ‘সাজ’ চলচ্চিত্রের জন্য প্রথম বিজয়ী হন সায়মা ফারজানা, ‘আমি অনিকা’ চলচ্চিত্রের জন্য দ্বিতীয় বিজয়ী হন উম্মে আয়শা এবং ‘করিমন বিবি’ চলচ্চিত্রের জন্য তৃতীয় বিজয়ী নির্বাচিত আশরাফ আলী। চূড়ান্ত বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা, এর পাশাপাশি সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। চলচ্চিত্রগুলো দেশের বিভিন্ন স্থানে প্রদর্শন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে বলে জানায় আয়োজকরা।
×