ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’

প্রকাশিত: ০৩:২৮, ১৭ ডিসেম্বর ২০১৭

আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা অন্তু আজাদ পরিচালিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’। চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ অন্তু আজাদের। চলচ্চিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, তাহিয়া খান, সুজন মাহাবুব, আলী আহসান, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুন্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমর চাঁদ, ইকতারুল ইসলাম, আরিফ, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরিনসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ওশান মাইন্ড এন্টারটেইনমেন্ট। নির্মাতা অন্তু আজাদ জানান, ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রে ভাওয়াইয়া, লালনগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং পঞ্চগড় জেলার আঞ্চলিক বিয়ের গীত ও প্রচলিত শ্লোক ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও দুটি মৌলিক গান লিখেছেন-সোলায়মান আকন্দ এবং শাহিন আহমেদ। চলচ্চিত্রের সংলাপে আঞ্চলিক এবং প্রমিত দু’ধরনের ভাষারই মিশ্রণ শুনতে পাওয়া যাবে। অন্তু আজাদ আরও জানান ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রের শূটিং হয়েছে পঞ্চগড় জেলার, দেবীগঞ্জ থানার মাটিয়ার পাড়া গ্রামে। অচিরেই চলচ্চিতটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর চলচ্চিত্রটি প্রথমে আন্তর্জাতিক দর্শকের মুখোমুখি দাঁড়াবে। আর বাংলাদেশের দর্শকরা ২০১৮ সালের জানুয়ারি মাসেই বড় পর্দায় দেখতে পাবেন। গত ২১ এ নবেম্বর চলচ্চিত্রের ফার্স্ট টেস্ট টিজার ইউটিউবে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে পরিচালক অন্তু আজাদ বলেন, পিতৃতান্ত্রিক বাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি সংস্পর্শ; এ তিনটি বিষয়- যথাক্রমে শাপলা, কামিনী এবং মোহনা নামের তিনজন মেয়ের জীবনকে কিভাবে প্রভাবিত করেছে তাই নিয়েই এগিয়েছে ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রের কাহিনী। আছে শাপলা-সবুজের অপরিণত প্রেম কাহিনী। এ চলচ্চিত্রে ফ্যান্টাসি নেই, আছে চারপাশে দেখা ঘটনার বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের প্রচলিত জীবনের গভীর সঙ্কটকে উপলব্ধির চেষ্টা। সিরিয়াস বিষয় গল্পের বিষয়বস্তু হলেও- দৈনন্দিন জীবনে বয়ে চলা হাসি-ঠাট্টা, গান-গীত এবং একটি প্রেম কাহিনীর মধ্য দিয়ে গল্পের মূল সুরটি প্রবাহিত। এছাড়াও বর্ণনাত্মক রীতির সরল ভঙ্গিতে গল্প বলার ধরনটিও আধুনিক যান্ত্রিক চাপে পিষ্ট মানুষের আবেগ ও উপলব্ধিকে একসঙ্গে স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।
×