ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাউস ইনটেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্যের অভিযোগ

রুশ হস্তক্ষেপের তদন্ত বন্ধে কৌশল নিচ্ছেন রিপাবলিকানরা

প্রকাশিত: ০৩:২৪, ১৭ ডিসেম্বর ২০১৭

রুশ হস্তক্ষেপের তদন্ত বন্ধে কৌশল নিচ্ছেন রিপাবলিকানরা

কংগ্রেসের ট্রাম্প-রাশিয়া তদন্তে ডেমোক্র্যাট এ্যাডাম শিফ বলেছেন, তার আশঙ্কা, রিপাবলিকানরা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপে তদন্ত বন্ধ করে দেয়ার কৌশল নিচ্ছে। খবর গার্ডিয়ান অনলাইনের। হাউস ইনটেলিজেন্স কমিটির নেতৃস্থানীয় সদস্য শিফ বলেন, আমি ক্রমবর্ধমানভাবে উদ্বেগে রয়েছি যে, রিপাবলিকানরা এ মাসের শেষে কমিটির তদন্ত বন্ধ করে দেবেন। তিনি আভাস দেন যে, বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের তত্ত্বাবধানে করা এফবিআইয়ের ট্রাম্প-রাশিয়া তদন্তের ওপর রিপাবলিকানরাও দৃষ্টি বুলিয়েছেন। প্রেসিডেন্টের বিশেষ আইনজীবীরা মুয়েলারের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে, এবং তার তদন্তদল কয়েক দিনের মধ্যেই তার তদন্তে পরবর্তী পদক্ষেপ বিষয়ে জিজ্ঞাসা করবেন। শিফ বলেছেন, আমাদের তদন্তের বাইরে এখানে আমাকে সত্যিকারভাবে যে বিষয়টা উদ্বিগ্ন করে তা হচ্ছে (রবার্ট) মুয়েলারের ওপর আক্রমন। ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও এফবিআই এ সপ্তাহে স্পষ্ট করে দিয়েছে যে, তারা মুয়েলারের তদন্তের পর আরও অগ্রসর হওয়ার পরিকল্পনা নিচ্ছে। তিনি বলেন, তারা যখন নতুন ও গুরুত্বপূর্ণ প্রমাণ পেতে থাকলে তখন হোয়াইট হাউস মুয়েলারের তদন্ত শেষ বা সংক্ষিপ্ত করার জন্য অত্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। আমরা তা ঘটতে দিতে পারি না। ২০১৬ এর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে এ পর্যন্ত এফবিআইয়ের যে তদন্ত হয়েছে তাতে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের কমপক্ষে চার মূল সদস্য অভিযুক্ত হয়ে পড়বেন। শিফ তার হুঁশিয়ারি উচ্চারণ করছেন। অন্যদিকে, ট্রাম্প মস্কো ও তার প্রচার অভিযানের মধ্যে সম্ভাব্য সংঘাতে এফবিআইয়ের তদন্তের প্রতি আবারও তীব্র আক্রমণ করেন এবং সাবেক সহযোগী মাইকেল ফ্লি¬নের প্রতি ক্ষমা বাতিল করতে অস্বীকৃতি প্রকাশ করেন। ফ্লি¬ন রাশিয়ার সঙ্গে তার যোগাযোগের ব্যাপারে মিথ্যা বলেছেন বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রাশিয়ার সঙ্গে কোন সংঘাতের ব্যাপার অস্বীকার করেন তিনি। তিনি বলেন, তা এক গণতান্ত্রিক ধোঁকা। তিনি বলেন, ফ্লিনের জন্য কোন ক্ষমা বিষয় আলোচনা করার সময় এখনও আসেনি। ট্রাম্প ভার্জিনিয়ার কোয়ান্টিকোয় এফবিআইয়ের একাডেমিতে স্নাতক অনুষ্ঠানে যাওয়ার আগে হোয়াইট হাউসে বলেন, আমি এখনও মাইকেল ফ্লিনের জন্য ক্ষমা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাই না।
×