ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহত ২

জাভায় শক্তিশালী ভূমিকম্পে বহুভবন ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৩:২২, ১৭ ডিসেম্বর ২০১৭

জাভায় শক্তিশালী ভূমিকম্পে বহুভবন ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। -এএফপি। শুক্রবার মধ্যরাতের ঠিক আগে ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তি পশ্চিম জাভার তাসিকমালায়া শহরের প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ৯২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে জাভার দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও কোন সুনামি শনাক্ত হয়নি। সতর্কতা জারির কারণে উপকূলীয় এলাকার কয়েকটি অংশ থেকে লোকজনকেও সরিয়ে নেয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। জাভার মধ্য ও পশ্চিমাঞ্চলে কম্পন অনুভূত হওয়ার পর ধারাবাহিক পরাঘাতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শনিবার এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগরোহো জানিয়েছেন, ভূমিকম্পের ফলে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন এবং শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের মধ্যে মধ্যাঞ্চলের একটি হাসপাতালও আছে।
×