ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন আকস্মিক ঘটনা নয়’

প্রকাশিত: ০৭:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৭

‘আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন আকস্মিক ঘটনা নয়’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার বলেছেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন; তারই ফসল স্বাধীন বাংলাদেশ। শুক্রবার গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখা কার্যালয়ে ‘মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন আকস্মিক ঘটনা নয়। জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালী জাতির দীর্ঘ তেইশ বছরের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত ফসল ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ। ডাঃ শহীদুল্লাহ শিকদার আরও বলেন, প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠত হয়েছে।–বিজ্ঞপ্তি
×