ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৭:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৭

ইসরাইলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে গাজা ও পশ্চিম তীরে নতুন করে সংঘর্ষে ইসরাইলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনী। খবর ইয়াহু নিউজের। এই চারজনকে নিয়ে সম্প্রতি বিক্ষোভ-সহিংসতায় নিহত ফিলিস্তিনীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। আহত হয়েছে দুই হাজারের বেশি ফিলিস্তিনী। শুক্রবার জুমার নামাজের পর গাজায় বিক্ষোভকালে গুলিতে দুই ফিলিস্তিনী নিহত এবং ১৫০ জন আহত হন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষে দুই ফিলিস্তিনী বিক্ষোভকারী নিহত এবং ১০ জন আহত হয় বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। পশ্চিম তীরে নিহত দুই ফিলিস্তিনীর একজন ছুরি হামলা চালিয়ে এক ইসরাইলী পুলিশকে জখম করেছিল। এর পরই তাকে গুলি করে হত্যা করা হয় বলে ইসরাইলী পুলিশের ভাষ্য। গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের দল হামাস গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ইন্তিফাদার ডাক দেয়। এ ডাকে সাড়া দিয়েই রাস্তায় রাস্তায় চলছে ফিলিস্তিনীদের বিক্ষোভ।
×