ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন

বিশ্ব ব্যাংকের ৪৫০ কোটি ডলার তহবিলে চট্টগ্রাম

প্রকাশিত: ০৭:৩২, ১৬ ডিসেম্বর ২০১৭

বিশ্ব ব্যাংকের ৪৫০ কোটি ডলার তহবিলে চট্টগ্রাম

বিডিনিউজ ॥ জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় উচ্চাভিলাষী পরিকল্পনা অর্থাভাবে বাস্তবায়ন করতে না পারা শহরগুলোকে ঋণ দেবে আর্থিক খাতের আন্তর্জাতিক মোড়ল বিশ্ব ব্যাংক। নগর ও স্থানীয় সরকারের একটি বৈশ্বিক জোটের সঙ্গে মিলে সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থাটি মোট ৪৫০ কোটি ডলার ঋণের পাশাপাশি কারিগরি সহায়তা দেবে বলে থমসন রয়টার্স ফাউন্ডেশন জানিয়েছে। বেসরকারী খাত থেকে আরও পুঁজি সংগ্রহ এবং বিরূপ আবহাওয়া ও সাগরপৃষ্ঠের বাড়ন্ত উচ্চতার খড়গ থেকে ১৫০টি উন্নয়নশীল শহরের জীবন ও অবকাঠামো সুরক্ষা দিতে তিন বছরের একটি কর্মসূচীর আওতায় এই সহায়তা দেয়া হবে। কর্মসূচীতে প্রথমেই যেসব শহর অংশ নেবে তার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। ব্রাজিলের মানাউস, ঘানার আক্রা ও তুরস্কের ইস্তানবুলও রয়েছে। বিশ্ব ব্যাংকের শীর্ষ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মার্ক ফর্নি বলেন, শহরের স্থিতিস্থাপকতায় বিনিয়োগে শুধু ক্ষয়ক্ষতিই এড়ানো যায় তা নয়, এর ফলে মূল্য তৈরি হয় এবং তা প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যার বাসস্থান শহরাঞ্চলে হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক শহর বন্যা, ঝড় ও তাপপ্রবাহের মতো হুমকি থেকে নগরবাসী ও সম্পদ রক্ষার পাশাপাশি আবাসনের উন্নয়ন ও অসমতা কমানোর জন্য প্রয়োজনীয় অর্থ যোগাতে হিমশিম খাচ্ছে। বিশ্ব ব্যাংকের নেতৃত্বে ‘নগর স্থিতিস্থাপক কর্মসূচীর’ আওতায় অধিকতর ‘ব্যাংকিংবান্ধব’ প্রকল্প কাঠামো তৈরিতে সহায়তা দেয়া হবে। অবসর তহবিলের মতো বড় বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব তৈরি করাই এই কর্মসূচীর লক্ষ্য।
×