ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফ্রিদির ইতিহাস ॥ টি১০ ক্রিকেট

প্রকাশিত: ০৫:১৭, ১৬ ডিসেম্বর ২০১৭

আফ্রিদির ইতিহাস ॥ টি১০ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ শারজায় চলছে ১০ ওভারের ব্যাট-বলের লড়াই টি-১০ ক্রিকেটের প্রথম আসর। অক্টোবরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আফ্রিদি ‘টি-১০ ক্রিকেটের কথা শোনার পরই আমি বলেছিলাম, আমাকে এখানে খেলতে দাও।’ ছোট পরিসরে তিনি যে এখনও আকর্ষণীয় নাম বিপিএল, সিপিএল, পিএসএল ফ্রেন্ড লাইফ, বিগব্যাশসহ বিশ্বের তাবতসব ঘরোয়া টি-২০তে আফ্রিদির চাহিদাই তার প্রমাণ। এবার লেগস্পিন ভেল্কিতে টি-১০ ক্রিকেটের প্রথম হ্যাটট্রিকম্যান হিসেবে ইতিহাস গড়লেন তুখোড় পাকিস্তানী অলরাউন্ডার। বল হাতে নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই টানা শিকারের বিরল কৃতিত্ব দেখিয়েছেন ৩৭ বছর বয়সী শহীদ খান আফ্রিদি। মারাঠা এ্যারাবিয়ান্সের বিপক্ষে তার দল পাখতুনসও জিতেছে ২৫ রানের বড় ব্যবধানে। জয়ের জন্য ১২২ রানের বড় স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ ইরফানের করা দ্বিতীয় ওভারেই কামরান আকমল (৫) ও লেন্ডল সিমন্সকে (৪) হারায় মারাঠা। পঞ্চম ওভারে হ্যাটট্রিক করে তাদের আরও বিপদে ফেলেন আফ্রিদি। বল হাতে নিয়ে নিজের প্রথম তিন বলেই ফেরান বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা রাইলি রুশো (৫), ডোয়াইন ব্রাভো (০) ও অনেকদিন পর মাঠে নামা বিরেন্দর শেবাগকে (০)। দক্ষিণ আফ্রিকান রুশোকে লংঅনে নজীবুল্লাহ জাদরানের ক্যাচ বানিয়ে শুরু। পরের দুই বলে এলব্লিডব্লিউর ফাঁদে ফেলেন ডোয়াইন ও শেবাগকে। ম্যাচে প্রতি বোলার সর্বোচ্চ করতে পারেন ২ ওভার। আফ্রিদির বোলিং বিশ্লেষণ ২-০-১৯-৩। নতুন এই ক্রিকেটে টি২০’র পুরনো স্বাদই পাওয়া যাচ্ছে। যেখানে শুরুতেই চেনা চেহারায় আফ্রিদি। বছরের পর বছর ধরে একই বিনোদনদায়ী ক্রিকেট খেলে যাচ্ছেন চির তরুণ এই পাকিস্তানী অলরাউন্ডার। পাকিস্তানী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানায় ছয় দলের অংশগ্রহণে শারজায় চলছে (১৪-১৭ ডিসেম্বর) প্রথম টি১০ টুর্নামেন্ট। যেখানে খেলছেন বিশ্বের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটার।
×