ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফে অংশ নিতে তিন দেশের মহিলা ফুটবলাররা ঢাকায়

প্রকাশিত: ০৫:১৬, ১৬ ডিসেম্বর ২০১৭

সাফে অংশ নিতে তিন দেশের মহিলা ফুটবলাররা ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ১৭-২৪ ডিসেম্বর পর্যন্ত ‘সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে’র খেলা ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে ভারত, ভুটান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের অ-১৫ জাতীয় মহিলা দল অংশ নেবে। এই প্রতিযোগিতা উপলক্ষে আজ শনিবার দুপুর ১টায় অংশগ্রহণকারী চার দলের প্রধান প্রশিক্ষক ও দলের অধিনায়কদের উপস্থিতিতে মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে টুর্নামেন্টে অংশ নিতে তিন অতিথি দল ভারত, নেপাল ও ভুটান ঢাকায় এসেছে শুক্রবার। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সদস্য দেশ ৭টি হলেও নারীদের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। বিদেশী তিন দলের মধ্যে সবার আগে ঢাকায় পা রাখে ভুটান। শুক্রবার সকাল পৌনে ৯টায় তারা বিমানযোগে ঢাকা অবতরণ করে। ভুটানের পরপরই আসে ভারত সকাল সোয়া ৯টার দিকে। সবার শেষে আসে নেপাল দল বিকেল সোয়া ৩টায়। তবে টুর্নামেন্টের বিদেশী অফিসিয়ালরা আসতে শুরু করেন বৃহস্পতিবার থেকেই। শুক্রবারের মধ্যে সবাই চলে আসেন। কিশোরীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ভারত-ভুটান ম্যাচ দিয়ে। রবিবার সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। দুপুর আড়াইটায় নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। দল মাত্র চারটি হওয়ায় টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে। লীগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ট্রফি জয়ের লড়াইয়ে। বয়সভিত্তিক ফুটবলে দলগুলো সম্পর্কে আগাম ধারণা করা মুশকিল। তবে স্বাগতিক হিসেবে বাংলাদেশ এ টুর্নামেন্ট শুরু করবে ফেভারিট হিসেবেই। বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত। যদিও নারীদের ফুটবলে নেপালের দ্রুত উন্নতি চোখে পড়ার মতো। তারাও হতে পারে শিরোপা জয়ের দাবিদার। তবে বাংলাদেশের এ দলটি অনেক অভিজ্ঞ। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া ১১ ফুটবলার আছে এ দলে। জাতীয় দলের বেশ ক’জন খেলোয়াড়ও আছে এই দলটিতে। তাই বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ঘরের মাঠে অনুষ্ঠিত এ আসরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী।
×