ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেরেনা-বোল্টের নামে নক্ষত্র!

প্রকাশিত: ০৫:১৪, ১৬ ডিসেম্বর ২০১৭

সেরেনা-বোল্টের নামে নক্ষত্র!

স্পোর্টস রিপোর্টার ॥ নক্ষত্রমন্ডল সম্পর্কে শিশু-কিশোরদের আরও স্পষ্ট ধারণা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীরা। আটটি নতুন নক্ষত্রম-লের নামকরণ করা হচ্ছে যেগুলো হবে উসাইন বোল্ট, সেরেনা উইলিয়ামস এবং হ্যারি পটারের মতো তারকাদের নামে। মূলত শিশু-কিশোর ও জ্যোতির্বিজ্ঞানে নতুন প্রজন্মকে আগ্রহী করতেই এমন প্রকল্প নেয়া হয়েছে। যার নাম ‘দ্য বিগ ব্যাং ফেয়ার।’এই আটটি নক্ষত্রের জন্য প্রস্তাব এসেছে হ্যারি পটারের চশমা, বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামসের র‌্যাকেট, অলিম্পিকে রেকর্ড স্বর্ণপদক জয়ী এ্যাথলেট উসাইন বোল্টের চিরচেনা উদযাপনের ভঙ্গি, মহাকাশচারী টিম পিকের মহাকাশযান, প্রকৃতিবিদ ডেভিড এ্যাটেরবরোর নীল তিমি এবং নোবেল জয়ী মালালা ইউসুফ জাইয়ের বই। এক বিবৃতিতে ‘দ্য বিগ ব্যাং ফেয়ার’ কর্তৃপক্ষ বলেছেন, ‘মহাকাশ গবেষণায় আরও বেশি সংখ্যক তরুণ প্রজন্মকে আগ্রহী করতেই এমন ভাবনা।’ বর্তমানে নক্ষত্রম-লীর নাম কিছু রাশি এবং প্রাচীন গ্রিক ও রোমান পৌরানিক চরিত্রদের নামানুসারে। যে কারণেই কর্তৃপক্ষ মনে করছেন, ‘বর্তমানে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে এই নামকরণগুলো যথেষ্ট নয়।’ তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে ৭ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে ২৯ শতাংশ বলেছে, আগের নক্ষত্রম-লীর নাম তারা মনে রাখতে পারে না। তাদের মধ্যে ৭২ শতাংশ বলেছে, রাতের আকাশে নক্ষত্রম-লী তাদের দেখা হয় না। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টিমের প্রধান এমা উইলেট বলেন, ‘আমাদের বিশ্বাস নতুন নামকরণের ফলে নতুন প্রজন্মের শিশু-কিশোররা আরও বেশি জ্যোতির্বিজ্ঞান এবং মাহাকাশ চর্চায় উৎসাহী হয়ে উঠবে।’ জাতীয় মহিলা সফটবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ বেসবল-সফটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২১-২৩ ডিসেম্বর পর্যন্ত ‘ওয়ালটন জাতীয় মহিলা সফটবল প্রতিযোগিতা’র প্রথম আসর অনুষ্ঠিত হবে। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, জেলা ও ক্লাব দল। উদ্বোধনী দিনে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হবে।
×