ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৭

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর সিরাজগঞ্জ ১৫ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ২দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শাহজাদপুর গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় জাতীয় পতাকা প্রাকৃতিক দৃশ্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন শেষে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শাহজাদপুরের বিভিণ্ন বিদ্যালয়ের শিশু কিশোররা অংশগ্রহণ করে। বধ্যভূমিতে আলোকসজ্জা সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৫ ডিসেম্বর ॥ উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে বধ্যভূমিতে আলোকসজ্জা করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকহানাদার বাহিনীর হাতে যেসব বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তাদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়। রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্রে নেতৃত্বে শহরে মোমবাতি মিছিল শেষে পীরগঞ্জের প্রথম শহীদ ও বীর মুক্তিযোদ্ধা আবু ইসাহাকের কবরে আলোকসজ্জা করাসহ বেশ কয়েকটি শহীদ বুদ্ধিজীবীর কবরে আলোকসজ্জা করা হয়। ওই সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×