ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কচুয়ায় পোস্টার লাগাতে বাধা ॥ সন্ত্রাসী হামলায় আহত চার

প্রকাশিত: ০৪:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৭

কচুয়ায় পোস্টার লাগাতে বাধা ॥ সন্ত্রাসী হামলায় আহত চার

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৫ ডিসেম্বর ॥ কচুয়ায় পোস্টার লাগাতে গিয়ে সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর সময় কতিপয় সন্ত্রাসী হামলা চালায়। কচুয়া বাইপাস বিশ্বরোড, কচুয়া বাজার, রহিমানগর, পাথৈর ও কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া এলাকায় সন্ত্রাসীরা পোস্টার ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। হামলায় আহতরা হলো আ.লীগ নেতা একরাম হোসেন, বাচ্চু মিয়া, যুবলীগ নেতা আলী আক্কাছ ও মোঃ মাসুদ। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা একরাম জানান রাত ১১টার সময় আওয়ামী লীগ নেতা সাবেক এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের পোস্টার কচুয়া পৌরবাজারে মেইন গলিতে লাগানোর সময় একদল সন্ত্রাসী বাধা দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কচুয়া বাজার কমিটির সভাপতি বাটা জাকির ও সম্পাদক মনির প্রধান গুরুতর আহত অবস্থায় একরাম হোসেনকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন।
×