ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী নির্যাতনের অভিযোগে শিবির নেতা আটক

প্রকাশিত: ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৭

স্ত্রী নির্যাতনের অভিযোগে শিবির নেতা আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার স্ত্রী শাহরিনা হক মোবাইলফোনে পুলিশের কাছে অভিযোগ করলে রাতই সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে। আটককৃত স্বামী জাকির হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ মোস্তাক হোসেনের ছেলে। সে সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক। নির্যাতনের শিকার শাহরিনা হক জানান- সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকার পায়রা ৩নং বাসার ৪র্থ তলায় স্বামীর- সাথে তিনি বসবাস করে আসছেন। কিন্তু, স্বামী জাকির প্রায়ই তার ওপর নির্যাতন করেন। ৪ সন্তানের জননী জানান তিন বছর ধরে নির্যাতনে মাত্রা বেড়ে যায়। জাকিরের চারিত্রিক সমস্যার কারণে কাজের মেয়েসহ কোন মহিলা বাসায় এসে থাকতে পারেন না। এসবের প্রতিবাদ করায় গতরাত থেকে নেশাগ্রস্ত হয়ে জোরপূর্বক বেশ কয়েকবার শারীরিক নির্যাতন করে। অতিরিক্ত নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মোবাইলফোনে পুলিশের কাছে অভিযোগ করেন। রিনা হক আরও জানান, জাকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চেক ডিজওনারসহ একাধিক মামলা রয়েছে। এদিকে আটককৃত শিবির নেতা জাকির স্ত্রীর দেয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় তার বিরুদ্ধে স্ত্রী রিনা হক মিথ্যা অভিযোগ দিয়েছেন।
×