ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশের বাধায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচী পন্ড, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

প্রকাশিত: ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৭

পুলিশের বাধায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচী পন্ড, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে জাতীয় ইমাম সমাজের ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচী। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবার এ কর্মসূচী দিয়েছিল সংগঠনটি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা প্রত্যাহার না হলে জেরুজালেমে ইসরাইলের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে খেলাফত মজলিস। শুক্রবার আয়োজিত পৃথক কর্মসূচী থেকে সংগঠন দুটির নেতারা মধ্যপ্রচ্যের সৌদি আরবসহ মার্কিন ও ইসরাইলের মিত্রদের বিষয়ে মুসলিম সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সৌদিসহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের সমালোচনা করে ইসলামী দলের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের সজাগ হওয়ার এখনই সময়। কারণ হায়েনার সঙ্গে বন্ধুত্ব করার পরিণাম হবে ভয়াবহ। মুসলিম দেশসমূহকে আমেরিকার এ সিদ্ধান্ত প্রত্যাহারে সম্ভব সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্বের মুসলমানগণ আমেরিকার পদলেহী সরকারগুলোকে ক্ষমা করবে না। সকালে পূর্ব ঘোষণা অনুসারে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচী পালনের চেষ্টা করে জাতীয় ইমাম সমাজ নামের একটি সংগঠন। তবে পুলিশের বাধায় প- হয়েছে তাদের ঘেরাও কর্মসূচী। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচী দিয়েছিল সংগঠনটি। জুমার নামাজের পর রাজধানীর পলাশী মোড়ে পুলিশের ব্যারিকেডে পন্ড হয় তাদের দূতাবাস ঘেরাও কর্মসূচী। জুমার নামাজের পর থেকেই ঢাকেশ্বরী রোডে ঢাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুসল্লিরা জড়ো হন। সেখানে ট্রাকে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা।
×