ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় শিশুর মৃত্যু

হসপিটালের পরিচালকসহ তিন জন কারাগারে

প্রকাশিত: ০৪:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৭

হসপিটালের পরিচালকসহ তিন জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ ডিসেম্বর ॥ কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মেহেদী হাসান নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ থানায় দায়ের করা মামলায় পুলিশ ওই হসপিটালের পরিচালক আবদুল মান্নানসহ ৩ জনকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। শিশু মেহেদী জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ফতেহপুর গ্রামের আবু জাফরের ছেলে। বৃহস্পতিবার রাতে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো নামের একটি প্রাইভেট হসপিটালে এ ঘটনা ঘটে। জানা যায়, গত রবিবার রাতে আবু জাফরের ৩ সপ্তাহ বয়সের ছেলে মেহেদী জ্বরে আক্রান্ত হয়। পরে বুধবার বিকেলে স্থানীয় এক দালালের মাধ্যমে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো হসপিটালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে এক সাথে ৩টি ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পর মেহেদী মারা যায়। এ ঘটনার পর ওই হসপিটাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। এদিকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে শিশু মেহেদীর বাবা আবু জাফর বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হসপিটালের পরিচালক আবদুল মান্নান, ডাঃ ইতি বেগম, ডাঃ এম.এইচ শামীম ও কামরুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×