ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরকীয়ার জেরে ভ্যানচালক খুন ॥ প্রবাসীর স্ত্রী আটক

প্রকাশিত: ০৪:৫০, ১৬ ডিসেম্বর ২০১৭

পরকীয়ার জেরে ভ্যানচালক খুন ॥ প্রবাসীর স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে আশরাফুল হোসেন (৪০) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে স্থানীয় আরশাদ ফকির নামে এক ব্যক্তির নারকেল বাগান থেকে আশরাফুলের লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খালেদা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। খালেদা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। আশরাফুলের লাশ যে বাগান থেকে উদ্ধার হয়েছে, সেটির অবস্থান তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। স্থানীয়দের ধারণা, আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই বাগানে ফেলে রাখা হয়। সকালে স্থানীয়রা বাগানে সুপারি কুড়াতে গিয়ে আশরাফুলের লাশ দেখতে পান। নিহত আশরাফুল দক্ষিণ মুজগুন্নি পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইঞ্জিনভ্যান চালিয়ে সংসার চলত তার। স্ত্রী হামিদা বলেন, আমার স্বামীর সঙ্গে প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী খালেদার তিন বছর ধরে পরকীয়া। আমি তাকে বহুবার ফেরানোর চেষ্টা করেছি। এমনকি তাকে বলেছি, তুমি ওই মহিলাকে বিয়ে করো। আমাকে তালাক দিয়ে হলেও তাকে ঘরে তোল। ওই মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে এলাকায় এর আগে সালিশও হয়েছিল। হামিদা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ভ্যান রেখে আমার স্বামী বেরিয়ে যায়। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললে সে রাত ১১টার মধ্যে ফিরে আসবে বলে জানিয়েছিল। কিন্তু পরে আর ফেরেনি। সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। হামিদার দাবি তার স্বামীকে খুন করা হয়েছে। সেই খুনে খালেদা জড়িত। স্থানীয়রা বলছেন, খালেদার চারিত্রিক সমস্যা রয়েছে। আশরাফুল বাদেও পাশের গ্রামের বাবুল নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। রাতে বাবুলকে ওই নারীর বাড়ির আশপাশে ঘুরতে দেখা গেছে। খালেদা তার প্রেমিক বাবুলের যোগসাজশে আশরাফুলকে হত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।
×