ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুরি করতে গিয়ে ঘুম

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ ডিসেম্বর ২০১৭

চুরি করতে গিয়ে ঘুম

স্কটল্যান্ডের নর্থ লানার্কশায়ার এলাকার এক চোর চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ির মালিক না থাকায় চোর ফ্রিজ খুলে সুস্বাদু সব খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি। কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকায় সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ির লোকজন বাড়িতে এসে অপরিচিত লোককে নিজেদের বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে প্রথমে অবাক হন। পরে পুলিশকে ডেকে হাতকড়া পরিয়ে ঘুম থেকে তোলেন চোরকে। -প্রেস রিডার দৈত্যাকার পেঙ্গুইনের ফসিল নিউজিল্যান্ডের দক্ষিণ হ্যামডেন সমুদ্র সৈকতে দৈত্যাকার পেঙ্গুইনের ফসিল পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ফসিল পরীক্ষা করে পেঙ্গুইনটি পিটসবার্গ প্রজাতির বলে জানা গেছে। প্রায় পাঁচকোটি ৫০ লাখ থেকে ছয় কোটি বছর আগে পৃথিবীতে এরা বসবাস করত। ওজন ২২৩ পাউন্ড (একশ’ এক কিলোগ্রাম)। লম্বায় পাঁচ ফিট ১০ ইঞ্চি (এক দশমিক ৭৭ মিটার)। -টাইম
×