ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাকাশে নতুন সৌরজগত আবিষ্কৃত

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ ডিসেম্বর ২০১৭

মহাকাশে নতুন সৌরজগত আবিষ্কৃত

মহাকাশে অবিকল আমাদের সৌরমণ্ডলের মতোই আরও একটি সৌরমণ্ডল মিলেছে। আমাদের সৌরমণ্ডলে যেমন আটটি গ্রহ, সেই সৌরমণ্ডলের গ্রহের সংখ্যাও আট। শুধু তাই নয়, আমাদের সৌরমণ্ডলে গ্রহগুলি ঠিক যে ভাবে একের পর এক সাজানো রয়েছে, প্রায় আড়াই হাজার আলোকবর্ষ দূরে, ড্রাকো নক্ষত্রপুঞ্জে থাকা সেই সৌরমণ্ডলের আটটি গ্রহও সাজানো রয়েছে একইভাবে। এর আগে আমাদের সৌরমণ্ডলের মতো অবিকল চেহারার আর কোনও সৌরমণ্ডলের হদিশ মেলেনি। বিবিসি। বৃহ¯পতিবার রাতে নিজ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় নাসা। এহেন আবিষ্কারকে একটি ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করেছে প্রতিষ্ঠানটি। নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের জ্যোতির্বিজ্ঞানী পল হার্ৎজ বলেছেন, আবিষ্কৃত নতুন ওই সৌরমণ্ডলে সাতটি গ্রহের হদিশ আগেই মিলেছিল।
×