ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ০৪:৪০, ১৬ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া ও আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ শনিবার সারাদেশে ৬১ হাজার ৮৩টি স্থানে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া মাহফিল বিজয় দিবসের তাৎপর্য এবং সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী আলোচনা সভার আয়োজন করেছে। একই সঙ্গে সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫৫০টি উপজেলা/ জোনে মডেল ও সাধারণ রিসোর্স সেন্টার, প্রাক্ প্রাথমিক গণশিক্ষার ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্র, ৫০টি ইসলামিক মিশন, ১৯টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৪২৫টি মক্তব এবং ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৬১ হাজার ৮৩টি স্থানে যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।-বিজ্ঞপ্তি।
×