ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে এক কেজি সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৪:৪০, ১৬ ডিসেম্বর ২০১৭

শাহজালালে এক কেজি সোনাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত এক যাত্রীকে এক কেজি ৩৫ গ্রাম সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটককৃত সোনার দাম প্রায় ৬৮ লাখ টাকা। আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান। শুক্রবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা। আতাউর রহমানের লাগেজে চকলেটের প্যাকেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুক্কায়িত ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১১টি বার এবং ৭৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তাকে ফৌজদারি মামলায় আটক দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে অন্য একটি সূত্র জানায়, বড় চালান আপাতত বন্ধ হওয়ার পর এ কায়দায় প্রতিদিনই সোনা আসছে। এতে শাস্তিও কম, ঝুঁকিও কম। ধরা পড়লে শুধু সোনাটা জব্দ হয়; কিন্তু ক্যারিয়ারকে (বাহক) ঠিকই ছেড়ে দেয়া হয়। এ রকম নীতির আলোকেই বর্তমানে আতাউরের মতো এমন তিন শ’ ক্যারিয়ার হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে নিয়মিত সোনার চালান আসছে। পুলিশ জানিয়েছে, আতাউরের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
×