ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ ডিসেম্বর ২০১৭

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্রগুলো ছিলÑ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণিত বিভাগ ও কার্জন হল, আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২ হাজার ২শ’ ৭৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৭শ’ ৩৭ জন। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
×