ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবাসী মন্ত্রণালয়ে কাজকর্মে স্থবিরতা

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রবাসী মন্ত্রণালয়ে কাজকর্মে স্থবিরতা

জনকন্ঠ রিপোর্ট ॥ মন্ত্রী-সচিব দ্বন্দ্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। মন্ত্রীর কোন নির্দেশ সচিব মানছেন না এমন অভিযোগ ওঠেছে। সচিব তার ইচ্ছে মতো মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। দ্বন্দ্বের সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটেছে, আন্তর্জাতিক অভিবাসী দিবসের আমন্ত্রণপত্র ছাপানো নিয়ে। মন্ত্রীকে কোন কিছু না জানিয়েই সচিব পাঁচ হাজার আমন্ত্রণপত্র ছেপেছেন। ওই আমন্ত্রণপত্রে মন্ত্রীর নাম এক জায়গায় ছোট করে লেখা হয়েছে। আমন্ত্রণপত্রটি মন্ত্রীর নজরে এলে তিনি তা বাতিল করে দেন। পরে নতুন করে পাঁচ হাজার আমন্ত্রণপত্র ছেপে বিলির নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে আগের বিলি করা আমন্ত্রণপত্র তুলে নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। সূত্রমতে, আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৭ উপলক্ষে ছাপানো আমন্ত্রণপত্রের ডান পাশে লেখার অংশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নাম লেখা হয়নি। আমন্ত্রণপত্রের ডান পাশে একেবারে নিচে সভাপতি হিসাবে এক জায়গায় ছোট করে মন্ত্রীর নাম লেখা হয়েছে। আগের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান ও বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নাম লেখা হয়নি। আমন্ত্রণপত্রের শেষ লাইনে লেখা হয়েছে ‘দিনব্যাপী অনুষ্ঠানমালায় আপনার সানুগ্রহ উপস্থিতি কামনা করছি– ড. নমিতা হালদার, ভারপ্রাপ্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়।’ এই আমন্ত্রণপত্রটি মন্ত্রীর হাতে গেলে প্রথমে তিনি মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবকে ডেকে প্রতিক্রিয়া জানান। এরপর তিনি আমন্ত্রণপত্রটি বাতিল করে দেন। একই সঙ্গে তিনি বলেছেন-যাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তা তুলে নিয়ে নতুন করে আমন্ত্রণপত্র ছেপে পাঠানোর ব্যবস্থা নেয়া হোক। সূত্র জানায়, আমন্ত্রণপত্র নিয়ে ওই ঘটনা ঘটে ১১ ডিসেম্বর । ও দিন সচিব মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন না। পরের দিন সচিব মন্ত্রণালয়ে গেলে তার কাছে মন্ত্রী জানতে চান তাকে না দেখিয়ে কেন আমন্ত্রণপত্র ছাপানো ও বিলি করা হলো। এর কোন জবাব সচিব দিতে পারেননি। মন্ত্রী পরে সচিবকে কড়া ভাষায় বলেন, নতুন করে আমন্ত্রণপত্র ছাপানোর ব্যবস্থা নিতে। ১৩ ডিসেম্বর নতুন করে আবার পাঁচ হাজার আমন্ত্রণপত্র ছাপা হয়। নতুন আমন্ত্রণপত্রে মন্ত্রীর নাম ডান পাশে লেখা হয় অনুষ্ঠানে ‘সভাপতিত্ব করবেন নূরুল ইসলাম বিএসসি’। এ বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারের সঙ্গে কথা বলার জন্য অনেকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলেননি। পরে তাকে মোবাইলে এসএমএস পাঠিয়ে বিষয়টি জানতে চেয়েও কোন জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি জনকণ্ঠকে বলেন, আমি আগের আমন্ত্রণপত্র বাতিল করেছি। নতুন আমন্ত্রণপত্র দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছি। আগের আমন্ত্রণপত্র তুলে নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
×