ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হৃদয়ে লাল সবুজ -অমিত হাসান রবিন

প্রকাশিত: ০৬:২৭, ১৫ ডিসেম্বর ২০১৭

হৃদয়ে লাল সবুজ -অমিত হাসান রবিন

বিজয়ের মাস মানেই লাল-সবুজের খেলা। মাসজুড়ে সবাই সাজতে থাকে লাল-সবুজের পোশাকে। ছোট-বড় সব বয়সের নারী-পুরুষই বিজয়ের মাসে লাল-সবুজের পোশাক পরতে পছন্দ করেন। রাজধানীসহ সারাদেশেই এবারও জনপ্রিয়তা পাচ্ছে লাল-সবুজের নানা পোশাকগুলো। বিজয় দিবসের দিনসহ মাসব্যাপী নানা অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ঘুরে বেড়ানোর জন্য পরতে পারেন লাল এবং সবুজ রঙের পছন্দমতো পোশাক। বিজয়ের মাসে বিশেষ করে তরুণদের কাছে প্রাধান্য পাচ্ছে লাল-সবুজের পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া, কুর্তা, টি-শার্ট। তরুণীদের পছন্দ শাড়ি, থ্রি-পিস, ওয়ান পিস, কুর্তা, ফতুয়া। শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরছেন ব্লাউজ। এ ছাড়াও হাল্কা সাজের সঙ্গে গহনাতেও আসছে লাল-সবুজের ছোঁয়া। বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের মধ্যেও বিজয়ের উত্তেজনা ছড়িয়েছে লাল-সবুজের পোশাক। শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া টি-শার্টসহ বাহারি ডিজাইনের পোশাক। যতক্ষণে আপনি পেপার হাতে নিয়ে পড়ছেন হয়ত তার দু-এক দিন আগেই আজকের এই মহান বিজয় দিবসে কি কি করবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন তার সূচি ঠিক করা হয়ে গেছে। কিন্তু আজকের এই দিনে কি পরবেন বা কোন পোশাক পরলে সহজেই মানিয়ে যাবে আপনার সঙ্গে? এমন প্রশ্নের সমাধান মেলাতে উত্তর দিয়েছেন ব্যক্তি মালিকানাধীন একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনার জাহিদ হাসান। বিজয়ের মাসে পোশাক নির্বাচন সম্পর্কে পরামর্শ দিয়ে জাহিদ বলেন, তরুণরা বিজয়ের মাসে যে কোন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে লাল-সবুজ মিশ্রণের পাঞ্জাবি বা ফতুয়া পরতে পারেন। যারা লাল পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করেন তারা লালের কাজ বেশি এমন পাঞ্জাবি পরতে পারেন। তবে স্বাভাবিকভাবে বেশিরভাগ তরুণের পছন্দ সবুজ পাঞ্জাবির ওপর হাল্কা লালের কাজ। লাল-সবুজ মিশ্রণের পোশাক পরিধানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোন বর্ণের লোকের গায়েই বেশ দারুণভাবে মানিয়ে যায় এই রঙের পাঞ্জাবি। এ মাসে তরুণীদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে শাড়ি। শাড়িতে বেশ কিছু নতুনত্ব আসায় তরুণীদের কাছে চাহিদা বেশ চাঙ্গা। বিশেষ করে পরিবর্তন এসেছে শাড়ির পাইরে এবং আঁচলে। এবার বেশি জনপ্রিয়তা পেয়েছে সবুজ কাপড়ের সঙ্গে লাল পাড়ের শাড়িগুলো। সবুজ শাড়ির সঙ্গে লাল পাড়গুলো আলাদা করে বসানো হয়েছে। পাড়েও এসেছে বেশ কিছু নতুনত্ব। পাড়ে ব্যবহার করা হয়েছে মোটা রিবোনের কাপড়। আবার অনেকেই শাড়ির পাড়ে ব্যবহার করেছে নেটের মোটা পাড়গুলো। শাড়ির পাশাপাশি থ্রি-পিস, কুর্তা, ফতুয়াও পরছেন অনেকে। নারীদের শাড়ির পাশাপাশি শিশুদের পোশাকেই সবচেয়ে বেশি ডিজাইন এবং নতুনত্ব এসেছে। শিশুদের জন্য পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মেয়ে শিশুদের ফোড়ক এবং স্যালোয়ার-কামিজ বেশি চলছে। যে কোন ডিজাইনের পোশাকেই বাচ্চাদের বেশ মানাবে তবে এই দিনে মেয়ে শিশুদের সালোয়ার-কামিজে দারুণ মানাবে। শুধু আজকের দিনেই না, এমন সাজে সাজতে পারেন বিজয়ের মাসজুড়েই। রাজধানীর আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতান মার্কেট ঘুরে দেখা যায় প্রায় প্রত্যেকটা দোকানেই বিভিন্ন বয়সের নারী-পরুষসহ শিশুদের লাল-সবুজ পোশাক ডলের গায়ে শোভা পাচ্ছে। বেশিরভাগ বিক্রেতারাই জানান, এবার বিজয় দিবস এবং বিজয়ের মাস উপলক্ষে বেশি বিক্রি হচ্ছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক। প্রায় প্রত্যেকটা পোশাকেই রয়েছে লাল-সবুজের কাজ। মিরপুর থেকে আজিজ সুপার মার্কেটে আসা ইশরাত জাহান নামের এক ক্রেতা জানান, বিজয়ের মাসে নিজের পাশাপাশি পরিবারের সবার জন্য পোশাক কিনতে এসেছি। বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে স্বল্পমূল্যে এবং পছন্দমতো পোশাক পাওয়া য়ায়। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর এক ক্রেতা ইশতিয়াক বাপ্পি বলেন, বিজয়ের মাসে লাল-সবুজের পাঞ্জাবি না হলে কি চলে? মাসব্যাপী ক্যাম্পাসসহ বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। একই মার্কেটে অবস্থিত বিপণি বিতান বিসর্গের বিক্রেতা স্বপন কুমার শিকদার জানান, লাল-সবুজের পোশাকই এই মাসে বেশি বিক্রি হচ্ছে। আলাদা আলাদা ডিজাইনে প্রায় প্রত্যেকটা পোশাকেই রয়েছে লাল-সবুজের কাজ। গত বছরের তুলনায় এবার পোশাকে বেশকিছু নতুনত্ব এসেছে এবং দাম তুলনামূলক কম থাকায় বিক্রিও বেশ ভাল। কাপড়ের মান ভেদে পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২২০০ টাকায়, থ্রি-পিস বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৪ হাজার টাকায়, শাড়ি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত, আর বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে ৪০০-১৫০০ টাকা পর্যন্ত। রাজধানীর আজিজ সুপার মার্কেট ছাড়াও ধানমন্ডি, গুলশান. বনানী, মিরপুরসহ সারাদেশের বিপণি বিতানগুলোতে শোভা পাচ্ছে লাল-সবুজের পোশাক। যেন চারদিকে চলছে লাল-সবুজেরই খেলা। মডেল : ইসরাত ছোঁয়া ছবি : হাফসা জামান মেকাপ : ডিভাইন বিউটি লাউঞ্জ পোশাক : রঙ বাংলাদেশ
×