ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:১৭, ১৫ ডিসেম্বর ২০১৭

নতুন গবেষণা

কনটেইনার ব্যাটারি কনটেইনারের মতো দেখতে হলেও এগুলো আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি। বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটারি থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুতশক্তি উৎপাদন করা সম্ভব। মাত্র ১০০ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় ব্যাটারিটি তৈরি করেছে টেসলা।---সূত্র : ডেইলি মিরর রোবটিক হাত হাতের আঙ্গুলের সংখ্যা পাঁচটির বদলে ১০টি হলে কেমন হতো? প্রশ্নের উত্তর জানাবে রোবট হাতটি। কনুইয়ের সঙ্গে যুক্ত সেন্সর সুবিধার হাতটিতে রয়েছে ১০টি আঙ্গুল। হাতের নির্দিষ্ট আঙ্গুল খোলা বা বন্ধ করেই নিয়ন্ত্রণ করা যাবে কৃত্রিম আঙুলগুলো। কিনতে গুনতে হবে দুই হাজার ১০০ ডলার।
×