ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কে এই মানুষরূপী রোবট সোফিয়া? -রেজা নওফল হায়দার

প্রকাশিত: ০৬:১০, ১৫ ডিসেম্বর ২০১৭

কে এই মানুষরূপী রোবট সোফিয়া? -রেজা নওফল হায়দার

সোফিয়া হচ্ছে মানুষের মতো দেখতে রোবট যেটি তৈরি করে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস। তাকে এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সঙ্গে কাজ করতে পারে। সোফিয়া সক্রিয় হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। তার নকশা করা হয় অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো করে, এর মূল কারণ মানুষের মতো পরিচিতি এবং তার আগের রোবটগুলোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। প্রস্তুতকারী ডেভিড হ্যানসনের মতে সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রকৃত তথ্য প্রক্রিয়াজাতকরণ এবং মুখে বিন্যাস বা ফেসিয়াল রেকজনাইজেশন করতে পারে। সোফিয়া মানুষের অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি নকল করতে পারে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে ও বিভিন্ন বিষয়ের ওপর কথোকপথন চালিয়ে যেতে পারে। রোবটটি কণ্ঠ পরিচিতি প্রযুক্তি ব্যবহার করে আলফাবেট ইনকর্পোরেটেড (যেটি গুগলের পিতৃ প্রতিষ্ঠান) এবং নকশা করা হয় যাতে সময়ের সঙ্গে চালাক হতে পারে। সোফিয়ার বুদ্ধিমত্তার সফটওয়্যার নকশা করে সিঙ্গুলারিটিনেট নামের প্রতিষ্ঠান।কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম, কথোপকথন এবং তথ্য প্রক্রিয়াজাত করে যেটি আগামীতে তার প্রতিক্রিয়া উন্নত করতে সহায়তা করে। এটি অনেকটা কম্পিউটার প্রোগ্রাম ‘এলিজা’ এর মতো, যেটি মানুষের মতো কথোপকথনের প্রথম কম্পিউটারগুলোর একটি। হ্যানসন সোফিয়াকে নকশা করেন যাতে এটি ঘরের পরিষেবাকারী হিসেবে সঙ্গ দিতে পারে কিংবা কোন বড় অনুষ্ঠানে বা পার্কে ভিড়ের মধ্যে সহযোগিতা করতে পারে। সে আশা করে যে সোফিয়া মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো পর্যাপ্ত পরিমাণ সামাজিক দক্ষতা অর্জন করবে।
×