ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন সংগঠনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত: ০৫:৪১, ১৫ ডিসেম্বর ২০১৭

বিভিন্ন সংগঠনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। ইসলামিক ফাউন্ডেশন ॥ সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরানখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক। মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ॥ ইউজিসি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সকালে ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন ও কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় প্রফেসর ড. দিল আফরোজা বেগম, মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুল আহসান ও মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
×