ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রেফতারি পরোয়ানা মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির চার মামলা

প্রকাশিত: ০৫:৩২, ১৫ ডিসেম্বর ২০১৭

গ্রেফতারি পরোয়ানা মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির চার মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিথ্যা বক্তব্য দেয়ায় বৃহস্পতিবার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির আরও চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এক মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ঝিনাইদহ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব মামলা দায়ের করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ঝিনাইদহ ॥ এখানে মাহমুদুর রহমানের নামে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহীন ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। জানা গেছে, আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর দুপুরে ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে নিন্দা ও দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বক্তৃতা করেন। তিনি বাংলাদেশকে ভারতের একটি কলোনিরাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দেন। তিনি বঙ্গবন্ধুর বংশ ও পরিবারের জীনগত বৈশিষ্টের কথা উল্লেখ করে তাচ্ছিল্যভাবে মানহানিকর ও অসম্মানজনক বক্তব্য রাখেন, যা দেশ জাতি ও ইতিহাসকে হেয় করার শামিল। মৌলভীবাজার ॥ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরোদ্ধে ৫শ’ কোটি টাকার মামলা করেছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জুডিসিয়াল ১নং আমল আদালতে তিনি এ মামলা দায়ের করেন। ব্রাহ্মনবাড়িয়া ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের লোকজনকে এবং বর্তমান সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগ দায়ের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে দুইটি মামলা দায়ের করা হয়।
×