ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রীন হাউস গ্যাস নিঃসরণ

বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে দেশের এক তৃতীয়াংশ তলিয়ে যেতে পারে’

প্রকাশিত: ০৫:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে দেশের এক তৃতীয়াংশ তলিয়ে যেতে পারে’

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য কোনভাবেই দায়ী নয়। উন্নত দেশগুলো গ্রীন হাউস গ্যাস নিঃসরণ করছে। এর ফলে দেখা দিচ্ছে নানা ধরনের দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বঙ্গোপসাগর এলাকায় স্থানীয় জনসাধারণের সক্ষমতা শীর্ষক ৪র্থ সাবরিজিওনাল ওয়ার্কশপ নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই ওযার্কশপের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ নেগোসিয়েশন টিমের কো-অর্ডিনেটর ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উন্নত দেশগুলোর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা যাচ্ছে এই শতাব্দীর শেষ দিকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াসে উন্নীত হবে। যার প্রভাব জনজীবনের যেমন খাদ্য নিরাপত্তা , অর্থনীতি , স্বাস্থ্য , মানবাধিকার, প্রশাসনিক সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। এতে বাংলাদেশের এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের অনেকাংশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তিনি আরও বলেন, এ ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে আমাদের মতো দরিদ্র দেশগুলোতে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। ড. খলীকুজ্জমান মনে করেন, এই সমস্যা নিরসনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে হবে। যে সকল পরিবার দরিদ্র সে পরিবারগুলোর নারী ও শিশুদের প্রতি বেশি নজর দিতে হবে। এ সমস্যার উত্তরণের জন্য মানুষকে সচেতন করতে হবে।
×