ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও পলাতক ১৩

নারীদের ক্ষেত-খামারে যাওয়া বন্ধে মাইকিং ॥ তিন আসামির রিমান্ড শুনানি রবিবার

প্রকাশিত: ০৫:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

নারীদের ক্ষেত-খামারে যাওয়া বন্ধে মাইকিং ॥ তিন আসামির রিমান্ড শুনানি রবিবার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৪ ডিসেম্বর ॥ নারীদের ক্ষেত-খামারে যাওয়া বন্ধ করতে মসজিদে বৈঠক ও মাইকে প্রচারের ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া তিন আসামির এক দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই তিন আসামি হলো কুমারখালীর কল্যাণপুর জামে মসজিদের সভাপতি মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মতিউর রহমান ও পেশ ইমাম আবু মুসা। অপরদিকে মামলার ১৯ আসামির মধ্যে ১৩ আসামি এখনও পলাতক। গত ৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদে ফসল নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অজুহাতে নারীদের ক্ষেত-খামারে যাওয়া বন্ধে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে তা মসজিদের মাইকে প্রচার করলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার পর কুমারখালী থানার এসআই বিপ্লব কান্তি সরদার বাদী হয়ে মসজিদ কমিটির নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বুধবার ৬ আসামিকে গ্রেফতার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত মসজিদের সভাপতি, সেক্রেটারি ও পেশ ইমামসহ তিন জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর তিন আসামি হলো আবুল হোসেন, আনছার ও দাউদ শেখ। রিমান্ডে নেয়া আসামিদের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুনরায় পাঁচদিনের রিমান্ড আবেদন করেন বাদী এসআই বিপ্লব কান্তি সরদার। এদিকে মিরাজ সরদার, মাহাতাব উদ্দিন, রুহুল আমিন, মজিবর মাস্টার, জালাল সরদার, বদর উদ্দিনসহ মামলার ১৩ আসামি পুলিশের চোখ এড়িয়ে এখনও পলাতক রয়েছে।
×