ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তুর্কী প্রধানমন্ত্রী ১৯ ডিসেম্বর আসছেন

প্রকাশিত: ০৫:১০, ১৫ ডিসেম্বর ২০১৭

 তুর্কী প্রধানমন্ত্রী ১৯ ডিসেম্বর আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আগামী ১৯ ডিসেম্বর দুই দিনের সফরে আসছেন তিনি। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন। তুরস্কের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্যেই হলো রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ। বিনালি ইল্ডিরিমের সফরকালে রোহিঙ্গা সমস্যার বিষয়ে বাংলাদেশের নীতির সঙ্গে তুরস্কের সমর্থন থাকায় এই ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশে অবস্থিত সব রোহিঙ্গার প্রত্যাবাসন, রাখাইনে নিরাপদ পরিবেশ এবং কোফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শ কমিশনের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ। এই তিনটি বিষয়ে তুরস্কের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কঠোর সমালোচনাও করেছেন। তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচিকেও কঠোর হুঁশিয়ার করেছেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে একাধিকবার বিবৃতি দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি একে গণহত্যা বলেও উল্লেখ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকারও করেছেন।
×