ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যা বিদেশে পলাতক ঘাতকদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে সরকার ॥ কাদের

প্রকাশিত: ০৫:০৯, ১৫ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যা বিদেশে পলাতক ঘাতকদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে  সরকার ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যায় যেসব আসামি বিদেশে পলাতক আছে তাদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। যে জটিলতা ছিল তা অনেকটাই সমাধান হয়েছে। সরকার এখন তাদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকা-ের দায়ে মৃত্যুদ- পাওয়া আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এছাড়া বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদ- পাওয়া কয়েকজন আসামি বিভিন্ন দেশে অবস্থান করছে। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি আপিল বিভাগে রয়েছে। আপিল নিষ্পত্তি হলেই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দল নির্বাচনে এলো কি এলো না, এই দায় আওয়ামী লীগ সরকারের নেই। কেউ যদি নির্বাচনে না আসে গণতন্ত্র চলার পথে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। পার্লামেন্ট চলবে, গণতন্ত্রও চলবে, গণতান্ত্রিক সরকারও থাকবে। কেউ নির্বাচনে না এলে গণতন্ত্রের কী দোষ? তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এ দেশে জঙ্গীবাদের স্থান নেই; তারা সফল হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জামায়াতের পরিকল্পনায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের রাজনীতি করার অধিকার নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জামায়াত নিষিদ্ধে সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি। শ্রদ্ধা নিবেদন শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ব্যাক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের বাইরে গিয়ে জাতীয় ও জনগণের স্বার্থে শহীদদের স্বপ্নকে সামনে রেখে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের স্বপ্নকে সামনে রেখে, বঙ্গবন্ধুর স্বপ্নকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে। দেশের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ঐক্যের প্রয়োজন। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শহীদ বুদ্ধিজীবীদের সর্বোচ্চ আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য ত্যাগ ও অনুপ্রেরণার এক অনির্বাণ শিখা হয়ে রয়েছে। গৌরবময় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পূর্বমুহূর্তে পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের আজ্ঞাবহ রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী দেশবরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি বরং তা যুগে যুগে জাতিকে প্রেরণা যোগাচ্ছে। এই প্রেরণা দেশপ্রেমের, এই প্রেরণা উপযুক্ত মানুষ হয়ে গড়ার, এই প্রেরণা বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ার।
×