ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইড্রোলিক হর্ন উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের

রাত দশটার পর হর্ন বাজানো ও ২০ কিমির ওপর গাড়ি চালানো নিষিদ্ধ ॥ রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকা

প্রকাশিত: ০৫:০৯, ১৫ ডিসেম্বর ২০১৭

রাত দশটার পর হর্ন বাজানো ও ২০ কিমির ওপর গাড়ি চালানো নিষিদ্ধ ॥ রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত দশটার পরে সকল প্রকার হর্ন বাজানো এবং ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে স্কুল, কলেজ ও হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময়ও হর্ন বাজানো নিষিদ্ধ করেছে আদালত। একই সঙ্গে দেশে স্থানীয়ভাবে হাইড্রোলিক হর্নের উৎপাদন করে সস্তায় বাজারে বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। দেশের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত একশ ৮৫ জনের চাকরি কেন রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা তিন মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। ১৯ বছর ধরে কারাগারে আটক নুরুজ্জামান লাল্টুকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতস্পৃষ্টে ক্ষতিগ্রস্ত ৭ বছরের শিশু রাফসান নূরের চিকিৎসায় কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত দশটার পরে সকল প্রকার হর্ন বাজানো এবং ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এছাড়া স্কুল, কলেজ ও হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময়ও হর্ন বাজানো নিষিদ্ধ করেছে আদালত। কাকরাইল থেকে মগবাজার দিয়ে ময়মনসিংহ যাওয়ার রাস্তায় এবং শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারকি দল) গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সক্রিয় হলে বাল্যবিয়ে কমে যাবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানকে বলা হয়েছে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করছে তাদের প্রতি নির্দেশনা জারি করতে এবং আদালতের নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে কি না সে বিষয়টি প্রতিবেদন আকারে আদালতকে জানাতে। তিনি আরও বলেন, এসব নির্দেশনা পালনে কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারকী দল) গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বিষয়টি আবার শুনানিতে আসবে।’ এর আগে এক রিটে গত ২৩ আগস্ট আগের রিটের শুনানি শেষে রুল জারি করেন আদালত। সঙ্গে সঙ্গে রাজধানীতে চলাচলকারী সকল যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার জন্য বলেন। ২৭ আগস্টের পর কোন গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ এবং বাজারে যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। রুলে হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারা দেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র্র সচিব, পুলিশের আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি’র কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বিআরটিএ’র চেয়ারম্যান, ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জনকে উক্ত রুলের জবাব চান হাইকোর্ট। ওই আদেশে হাইকোর্ট দু’সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দিতে বলেছিল।
×