ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার দিনের টেস্টে প্রতিদিন খেলা ৯৮ ওভার

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৭

চার দিনের টেস্টে প্রতিদিন খেলা ৯৮ ওভার

স্পোর্টস রিপোর্টার ॥ বক্সিং ডে-তে এবার নতুন এক অধ্যায় রচিত হবে টেস্ট ক্রিকেটে। সেদিন পোর্ট এলিজাবেথে জিম্বাবুইয়ের বিরদ্ধে ৪ দিনের দিবারাত্রি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এই ঐতিহাসিক টেস্টে কিভাবে খেলা হবে তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাভাবিক নিয়মে একটি টেস্টের প্রতিদিন ৯০ ওভার করে খেলা হয়ে থাকে। তবে চারদিনের টেস্টে বাড়তি ৮ ওভার করে খেলা হবে। অর্থাৎ প্রতিদিন ৯৮ ওভার করে অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫০ রানের লিড থাকলেই ফলোঅন করানো যাবে। উল্লেখ্য, ৫ দিনের টেস্ট ম্যাচে ফলোঅন করাতে ২০০ রানের লিড থাকতে হয়। চারদিনের ম্যাচগুলো সাধারণত প্রথমশ্রেণীর মর্যাদা পেয়ে থাকে। কিন্তু এবারই প্রথম স্বীকৃত কোন টেস্ট ম্যাচ ৪ দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণেই দৈনিক বাড়তি কিছু ওভার খেলানোর পরিকল্পনা আইসিসির। বাড়তি ৮ ওভার করে খেলাতে ম্যাচ টাইমিংয়েও পরিবর্তন আনতে হয়েছে। যেহেতু দিবারাত্রির গোলাপী বলে খেলা তাই প্রথম সেশন হবে ২ ঘণ্টা ১৫ মিনিট (দুপুর ১টা ৩০ থেকে বেলা ৩টা ৪৫)। এরপর চা বিরতি থাকবে ২০ মিনিটের। দ্বিতীয় সেশনেও খেলা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট (বিকেল ৪টা ৫ থেকে সন্ধ্যা ৬টা ২০)। এরপর রাতের খাবারের বিরতি ৪০ মিনিটের (সন্ধ্যা ৬টা ২০ থেকে সন্ধ্যা ৭টা) এবং তৃতীয় ও শেষ সেশন ২ ঘণ্টার (সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা)। অর্থাৎ বাড়তি ৮ ওভার বোলিং করার জন্য ৩০ মিনিট সময় পাবে ফিল্ডিং করা দলটি। গত অক্টোবরে এই ম্যাচটিকে টেস্ট মর্যাদা দেয় আইসিসি। এ ম্যাচে ১৫০ রানে এগিয়ে থাকলেই প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারবে অন্য দলটি।
×