ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস বাস্কেটবল ॥ বিজয় দিবস হ্যান্ডবল

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৭

বিজয়  দিবস বাস্কেটবল ॥ বিজয় দিবস হ্যান্ডবল

বিজয় দিবস বাস্কেটবল স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে ধানম-ি উডেন ফ্লোর বাস্কেটবল জিমনেশিয়ামে শুরু হয়েছে ‘বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট’। বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৮৭-৫১ পয়েন্টে বাংলাদেশ আনসারকে, বিমানবাহিনী ৬৫-৩৮ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে, বাংলাদেশ সেনাবাহিনী ৮৯-৪১ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ ৯৭-২৪ পয়েন্টে হরনেটস এসসিকে হারায়। বিজয় দিবস হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে খোকন-উদয়ন বিল্ডার্স বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৩-২২ গোলে বাংলাদেশ আনসারকে, বর্ডার গার্ড বাংলাদেশ ৩১-১২ গালে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে, বর্ডার গার্ড বাংলাদেশ ৩৯-১৩ গোলে বাংলাদেশ আনসারকে, কোয়ান্টাম ৩০-২৯ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে; মহিলা বিভাগে বিজেএমসি ১৯-৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং বাংলাদেশ আনসার ২৯-৮ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে হারায়। আন্তঃ কর অঞ্চল ফুটবলে যমুনা দল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার বিসিএস (ট্যাকসেশন) এ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ কর অঞ্চল ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে যমুনা দল টাইব্রেকারে ৩-২ গোলে মধুমতি দলকে হারায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন।
×