ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিএসজি লীগ কাপের কোয়ার্টারে

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৭

পিএসজি লীগ কাপের কোয়ার্টারে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল পিএসজি। অথচ সেই পিএসজিকেই প্রথম পরাজয়ের স্বাদ উপহার দেয় স্ট্রাসবার্গ। এবার সেই প্রতিপক্ষকেই ৪-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিল উনাই এমেরির দল। সেইসঙ্গে ফ্রেঞ্চ লীগ কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেয় তারা। তবে এদিনও নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল প্যারিসের ক্লাবটি। লীগ কাপের শেষ ষোলোর ম্যাচে এদিন স্ট্রাসবার্গের মাঠে আতিথেয়তা নিতে যায় পিএসজি। যে মাঠেই ক’দিন আগেই টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর লীগে ২-১ গোলে হেরেছিল নেইমার-এমবাপেরা। তবে এবার আর ভুল হলো না। জয় ছিনিয়ে নিল এই আসরের টানা চতুর্থ চ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো বল প্রতিপক্ষের ডিফেন্ডার ইওয়ানের পায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি। ২৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। কিন্তু ৩৬ মিনিটে ব্যবধান কমান ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। থমাস মুনিয়ের পাসে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। ৭৮ মিনিটে সেই মুনিয়ের পাসেই ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন জার্মানির ইউলিয়ান ড্রাক্সলার। ৮৮তম মিনিটে স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় গোল করেন ফরাসী ফরোয়ার্ড ব্লাইয়াক। এদিকে বার্সিলোনার আর সব খেলোয়াড়ের মতো আন্দ্রেস ইনিয়েস্তাও খুব করে চেয়েছিলেন নেইমার থেকে যাক। ব্রাজিলিয়ান তারকাকে অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু তাদের সেই অনুরোধ উপেক্ষা করে ঠিকই রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে মৌসুমের এক তৃতীয়াংশ না যেতেই গুঞ্জন দানা বাঁধতে শুরু করেছে, পিএসজি ছেড়ে নাকি রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন নেইমার। ইনিয়েস্তাও গুঞ্জনটিকে উড়িয়ে দিচ্ছেন না। বরং বলেছেন ফুটবলে সবকিছুই সম্ভব। তবে সত্যিই যদি নেইমার পিএসজি থেকে রিয়ালে চলে যান, অসন্তুষ্ট হবেন ইনিয়েস্তা। পেনাল্টি নেয়া নিয়ে পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির সঙ্গে নেইমারের অহংবোধের দ্বন্দ্বটা সবারই জানা। সেই সূত্রে পিএসজির স্প্যানিশ কোচ উনাই এমেরির সঙ্গেও নেইমারের তিক্ততা রয়েছে। ফলে পিএসজি থেকে রিয়ালে চলে যাওয়ার গুঞ্জন উঠেছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে গুঞ্জনটাকে আরও উসকে দেয়া হচ্ছে। রামোস-কাসেমিরোরা স্বাগত জানানোর কথা বলেছেন। সভাপতি পেরেজ সরাসরিই নেইমারকে আহ্বান জানিয়েছেন রিয়ালে। লোভ দেখিয়ে বলেছেন, বার্নাব্যুতে গেলে নেইমারের ব্যালন ডি’অরের জয়ের সুযোগ বাড়বে। বার্সিলোনার ৩৩ বছর বয়সী মিডফিল্ডার ইনিয়েস্তাও গুঞ্জনটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাতকারে ইনিয়েস্তা বরং চুক্তি হওয়ার সম্ভাবনার কথাই শোনালেন, ‘ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। কাজেই আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না। অতীতে আমরা অনেকবারই দেখেছি, কোন চুক্তি প্রথমে অসম্ভব বলেই মনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেছে। নেইমার যদি রিয়ালে যোগ দেয়? সেটা হলে আমি এই কারণে বিরক্ত হব যে, সে বেশি বেশি ম্যাচ জিততে শুরু করবে এবং আমাদের সরাসরি প্রতিপক্ষরা আরও শক্তিশালী হবে। তবে আমি উদ্বিগ্ন হব না।’
×